নৈসর্গিক শেরপুর: পাহাড়–বনের রূপ শেষ হয় না এক দিনে।

শেরপু‌রের সীমান্তবর্তী গা‌রো পাহা‌ড়ের প্রাকৃ‌তিক অপরূপ সৌন্দর্য হাতছা‌নি দেয় পর্যটকদের ছ‌বি: সত্যের পথে

গোধূলির আলো নিভে এলে গারো পাহাড় যেন রূপ নেয় অন্য এক জগতে। শাল–গজারির বনের ফাঁক গলে চাঁদের আলো নেমে আসে পাহাড়ি টিলায়, ঝিঁঝি পোকার ডাক ভেসে আসে নীরব সীমান্তপথে। অথচ এই সৌন্দর্য চোখে দেখার সুযোগ থাকে না ভ্রমণপিপাসুদের। আবাসনসংকটে শেরপুরের গারো পাহাড়ে সন্ধ্যার আগেই ফেরার তাড়া থাকে পর্যটকদের। ফলে অপরূপ রাতের পাহাড় অদেখাই রয়ে যায় তাঁদের কাছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আবাসনসহ আনুষঙ্গিক সুযোগ গড়ে না ওঠায় তিন দশকেও সমৃদ্ধ হয়নি জেলার পর্যটনকেন্দ্রগুলো। খাবার, যোগাযোগ ও পরিবহনব্যবস্থা ভালো থাকলেও জেলা শহরের বাইরে পর্যটকদের জন্য নিরাপদ আবাসন নেই। নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর দিয়েও ভারত যাতায়াত হয়, অথচ সেখানেও নেই রাতযাপনের সুবিধা।

Leave a Reply

Scroll to Top