আমি মনে করি, ছোট বয়সে মা হওয়া অতিরিক্ত ছিল: শ্রাবন্তী।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

মাত্র ১০ বছর বয়সে পশ্চিমবঙ্গের সিনেমায় অভিষেক ঘটে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। কয়েক বছরেই নিজেকে নায়িকা রূপে প্রতিষ্ঠিতও করেন। কিন্তু ক্যারিয়ারের এমন উঠতি পর্যায়ে মাত্র ১৬ বছর বয়সে বিয়ে, এক বছরের মাথায় তার কোলজুড়ে আসে সন্তান। বলিউড, টালিউড ও ঢালিউডে এই বয়সের নায়িকার মা হওয়ার রেকর্ড হয়ত নেই। বিষয়টি নিয়ে এখনো প্রশ্নে মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে। অবশ্য সেই প্রশ্নের উত্তরও তিনি স্বাছন্দে দেন।

আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে সেই একই প্রশ্নের উত্তেরে শ্রাবন্তী বলেন, “তখন আমি দশম শ্রেণি। ‘চ্যাম্পিয়ন’ মুক্তি পেয়েছিল। তার পরের বছর, মানে ক্লাস ইলেভেনে আমার ছেলে হয়। অনেকে এটা শুনে আমায় বলবে ‘এঁচোড়ে পাকা’।”

এরপরই অভিনত্রী বলেন, “এগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে এখন আর গায়ে মাখি না। আর আমার মনে হয়, ছোট বয়সে মা হওয়ার অনেক সুবিধা রয়েছে। যেমন ঝিনুক হওয়ার পাঁচ বছর পরে আবার আমি কাজে ফিরি। তখন আমার মাত্র ২১ বছর বয়স। তবে এটা সত্যি, ১৬ বছরটা মা হওয়ার জন্য খুবই কম বয়স। ওটা বাড়াবাড়ি।”
অল্প বয়সে মা হলেও নায়িকা হিসেবে ঠিকই প্রতিষ্ঠিত হয়েছেন শ্রাবন্তী। টালিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন পাকাপোক্তভাবেই। এখনো কাজ করে যাচ্ছেন সমান তালে। ১০ বছর পর আসছে দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘দেবী চৌধুরাণী’।

এটি নির্মাণ হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ‘দেবী চৌধুরাণী’ উপন্যাসের অবলম্বনে। বহু বছর পর এই সিনেমা সুবাদে জুটি হয়েছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী।

সিনেমাটি নিয়ে শ্রাবন্তী বলেন, ‘কমবেশি সবার মধ্যে ‘দেবী চৌধুরাণী’র গুণ আছে। পরিস্থিতিতে পড়লে যে কেউ এই রূপ নিতে পারে। জন্মানোর পরেই কি আমরা লড়াই শিখে যাই? পরিস্থিতি আমাদের শেখায়।’

Leave a Reply

Scroll to Top