[caption id="attachment_6191" align="aligncenter" width="600"]
শ্রাবন্তী চট্টোপাধ্যায়[/caption]
মাত্র ১০ বছর বয়সে পশ্চিমবঙ্গের সিনেমায় অভিষেক ঘটে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। কয়েক বছরেই নিজেকে নায়িকা রূপে প্রতিষ্ঠিতও করেন। কিন্তু ক্যারিয়ারের এমন উঠতি পর্যায়ে মাত্র ১৬ বছর বয়সে বিয়ে, এক বছরের মাথায় তার কোলজুড়ে আসে সন্তান। বলিউড, টালিউড ও ঢালিউডে এই বয়সের নায়িকার মা হওয়ার রেকর্ড হয়ত নেই। বিষয়টি নিয়ে এখনো প্রশ্নে মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে। অবশ্য সেই প্রশ্নের উত্তরও তিনি স্বাছন্দে দেন।
আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে সেই একই প্রশ্নের উত্তেরে শ্রাবন্তী বলেন, “তখন আমি দশম শ্রেণি। ‘চ্যাম্পিয়ন’ মুক্তি পেয়েছিল। তার পরের বছর, মানে ক্লাস ইলেভেনে আমার ছেলে হয়। অনেকে এটা শুনে আমায় বলবে ‘এঁচোড়ে পাকা’।”
এটি নির্মাণ হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ‘দেবী চৌধুরাণী’ উপন্যাসের অবলম্বনে। বহু বছর পর এই সিনেমা সুবাদে জুটি হয়েছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী।
সিনেমাটি নিয়ে শ্রাবন্তী বলেন, ‘কমবেশি সবার মধ্যে ‘দেবী চৌধুরাণী’র গুণ আছে। পরিস্থিতিতে পড়লে যে কেউ এই রূপ নিতে পারে। জন্মানোর পরেই কি আমরা লড়াই শিখে যাই? পরিস্থিতি আমাদের শেখায়।’