
৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে শিকাগো ফায়ারের বিপক্ষে ৫-৩ ব্যবধানে হেরেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। শিকাগো এ জয়ে মেজর লিগ সকারে (এমএলএস) প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে।
মায়ামির আক্রমণভাগের তারকা লুইস সুয়ারেস দু’বার জালে বল পাঠিয়ে দলকে ৩-১ থেকে ৩-৩ এ ফেরান। কিন্তু ছয় ম্যাচে ১৭ দিনের ক্লান্তি ভোগা মায়ামি শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। ফোর্ট লডারডেলের ঘরের মাঠে শেষ দিকে আরও দুই গোল হজম করে হারের স্বাদ পায়।
শিকাগোর এই জয় তাদেরকে ২০১৭ সালের পর প্রথমবারের মতো এমএলএস পোস্টসিজনে ফিরিয়ে নিল। একই সঙ্গে সাবেক যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ গ্রেগ বারহাল্টারের জন্যও এটি সফল ক্লাব-ম্যানেজমেন্ট প্রত্যাবর্তন। গত বছর জাতীয় দলের দায়িত্ব থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল।
যদিও মায়ামি বল দখলে এগিয়ে ছিল, তবে প্রথমার্ধে শিকাগোর দ্রুতগতির পাল্টা আক্রমণ বারবার তাদেরকে বিপদে ফেলে।
১১ মিনিটে কর্নার থেকে আইভরিয়ান মিডফিল্ডার জে ডি’আভিলা হেড করে শিকাগোকে এগিয়ে নেন। ৩১ মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে জনাথন ডিন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
৩৯ মিনিটে মায়ামির টমাস আভিলেস একটি গোল শোধ করলেও বিরতির ঠিক আগে রোমিনিঞ্জ কুয়ামে আবারও ব্যবধান বাড়িয়ে শিকাগোকে ৩-১ এ এগিয়ে দেন।
বিরতির পর উরুগুইয়ান অভিজ্ঞ ফরোয়ার্ড সুয়ারেস ম্যাচে ফেরার লড়াই শুরু করেন। ৫৭ মিনিটে নিচু শটে একটি গোল করেন তিনি। পরে ৭৪ মিনিটে বাঁকানো এক শটে সমতা ফেরান (৩-৩)।
তবে মায়ামির নড়বড়ে রক্ষণভাগ ৮০ মিনিটে সহজ একটি গোল হজম করে—খুব কাছ থেকে জাস্টিন প্লেজার রেনল্ডস বল জালে পাঠিয়ে শিকাগোকে ৪-৩ এ এগিয়ে দেন।
এরপর ৮৩ মিনিটে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক খেলোয়াড় ব্রায়ান গুতিয়েরেস দুর্দান্ত এক দূরপাল্লার শটে বল জালে জড়িয়ে দেন। ২৫ গজ দূর থেকে তার নেওয়া শক্তিশালী শট সোজা জড়ায় জালের ওপরের কোণে, যা দিয়ে শিকাগো নিশ্চিত করে ৫-৩ গোলের জয়।