
দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধের পর আজ শনিবার থেকে চালু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলেবন্দর।
গত রবিবার থেকে টানা ৫ দিন এই বন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
ভোমরা সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত রবিবার থেকে বন্ধ সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে ভোমরা বন্দরের সব ধরনের কার্যক্রম চালু হয়েছে।