৩০০ বছর আগের ডুবে যাওয়া জাহাজে মিলেছে অমূল্য গুপ্তধন।

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সাগরের তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে তিন শতাব্দী আগে হারিয়ে যাওয়া বিপুল পরিমাণ গুপ্তধন। ট্রেজার কোস্ট এলাকায় ডুবুরিদের এক বিশেষ দল এই গুপ্তধনের সন্ধান পায়।

এপি সূত্রে খবর, প্রায় ১০ লাখ ডলারের সমমূল্যের বহু পুরোনো স্প্যানিশ সম্পদ উদ্ধার করা হয়েছে।

ফ্লোরিডার আটলান্টিক উপকূলে খননের সময় একটি জাহাজের ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকারী প্রতিষ্ঠানের ডুবুরিদের দল ১ হাজারটিরও বেশি সোনার ও রূপার মুদ্রা খুঁজে পেয়েছেন। ধারণা করা হচ্ছে এই মুদ্রাগুলো বলিভিয়া, মেক্সিকো ও পেরুর স্প্যানিশ উপনিবেশে তৈরি হয়েছিল। এই খবর নিশ্চিত করেছে ‘১৭১৫ ফ্লিট-কুইন্স জুয়েলস এলএলসি’ নামের প্রতিষ্ঠানটি।

তবে এটাই প্রথম নয়-এই স্থানটি এর আগেও বহুবার গুপ্তধনের খোঁজে আলোচিত হয়েছে।

ইতিহাস বলছে, ১৭১৫ সালের ৩১ জুলাই, নিউ ওয়ার্ল্ড (বর্তমান লাতিন আমেরিকা অঞ্চল) থেকে স্বর্ণ, রূপা ও মূল্যবান রত্নভর্তি একদল স্প্যানিশ জাহাজ স্পেনের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ভয়াবহ এক ঘূর্ণিঝড়ে জাহাজগুলো বিধ্বস্ত হয়ে পড়ে আটলান্টিকে, আর সেই সঙ্গে সাগরে ছড়িয়ে পড়ে তাদের বহন করা অমূল্য সম্পদ।

পরবর্তী শতাব্দীগুলোতে ফ্লোরিডার মেলবোর্ন থেকে ফোর্ট পিয়ার্স পর্যন্ত উপকূল জুড়ে সেই ১৭১৫ ফ্লিট থেকে লাখ লাখ ডলারের সোনার মুদ্রা উদ্ধার করেছেন নানা অনুসন্ধানকারী।

সম্প্রতি পাওয়া কিছু মুদ্রায় এখনো তারিখ ও ছাপ অক্ষত রয়েছে, যা ইতিহাসবিদ ও সংগ্রাহকদের জন্য এক মূল্যবান তথ্যসূত্র।

কোম্পানির পরিচালন প্রধান স্যাল গুতুসো বলেন, ‘এই আবিষ্কার শুধু ধনের নয়, ইতিহাসেরও। প্রতিটি মুদ্রা একেকটি সময়ের দলিল-স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগে যারা বেঁচে ছিলেন, কাজ করেছেন ও সমুদ্র পাড়ি দিয়েছেন, তাদের সঙ্গে সরাসরি সংযোগের প্রতীক। একবারে ১ হাজার মুদ্রা পাওয়া সত্যিই বিরল ও অসাধারণ ঘটনা।’

Leave a Reply

Scroll to Top