হিটে ৯ জনে বাংলাদেশের নাজিমুল দখল করলেন ৯ম স্থান

অ্যাথলেট নাজিমুল হোসেন। ছবিটি পুরোনোনাজিমুলের ফেসবুক অ্যাকাউন্ট

বিশ্ব অ্যাথলেটিকসে প্রথমবারের মতো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে হতাশই করেছেন নাজিমুল হোসেন। আজ জাপানের টোকিওতে ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে নিজের হিটে ৯ জনের মধ্যে ৯ম হয়েছেন সেনাবাহিনীর এই হার্ডলার।

নাজিমুলের হিটে ৪৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন নাইজেরিয়ান এজেকিয়েল নাথনিয়েল। নাজিমুলের লেগেছে ৫২.৪৭ সেকেন্ড, যা তাঁর সেরা সময়ের চেয়ে অনেক বেশি। সব মিলিয়ে ৪০০ মিটার হার্ডলসে অংশ নেন ৪৪ জন। যার মধ্যে ৪তম হয়েছেন নাজিমুল।

গত মাসে সামার অ্যাথলেটিকসের ৪০০ মিটার হার্ডলসে ৫২.৩০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন নাজিমুল। তার আগে গত ফেব্রুয়ারিতে হওয়া ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের একই ইভেন্টে ৩২ বছরের পুরোনো রেকর্ড ভাঙেন ২৬ বছর বয়সী এই অ্যাথলেট। তখন তাঁর লেগেছিল ৫০.৮৪ সেকেন্ড।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয়বার অংশগ্রহণ করলেন নাজিমুলনাজিমুলের ফেসবুক অ্যাকাউন্ট

Leave a Reply

Scroll to Top