

এশিয়া কাপ চলাকালেই বাঁ পাঁজরের পেশিতে টান নিয়ে ছিটকে গেছেন লিটন দাস। ভারত ও পাাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি তিনি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজেও নেই লিটন। চোট পরিচর্যা করতে দেশে ফিরছেন ডানহাতি ব্যাটার। লিটনের জায়গায় দলে নেওয়া হয়েছে টপঅর্ডার ব্যাটার সৌম্য সরকারকে।
কিন্তু ভিসা জটিলতায় সৌম্যর সংযুক্ত আরব আমিরাতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিরিজের প্রথম ম্যাচের আগে ক্যাম্পে যোগ দিতে পারবেন কিনা তা নিয়েও আছে প্রশ্ন।
আগামী ২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে হবে টি২০ সিরিজটি। এই সিরিজ দিয়ে জাতীয় দলে আবার প্রত্যাবর্তন হচ্ছে সৌম্যর। দেশে বিদেশে ভালো খেললেও দলে জায়গা পাচ্ছিলেন না তিনি। আলোচনা আছে, এবারও সৌম্য প্রধান নির্বাচকের প্রথম পছন্দ ছিলেন না। এনসিএল টি২০তে প্রথম ম্যাচে ৬৩ ও দ্বিতীয় ম্যাচে ৪৫ রান করায় দলে ঢুকেছেন। শারজাহ যাওয়ার আগে এনসিএলে আরও একটি ম্যাচ খেলতে পারেন তিনি।