সীমানা পুনর্বিন্যাসের বিরোধিতায় ফরিদপুর-৪ আসনে সড়ক অবরোধ

সীমানা পুনর্বিন্যাসে মহাসড়ক অবরোধ ছবি: সত্যের পথে

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে অসন্তোষ প্রকাশ করে তিনদিন বিরতির পর আবারো মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ভাঙ্গা উপজেলার সুয়াদি, মনসুরাবাদ, হামিরদী, নওপাড়া, পুকুরিয়া বাসস্ট্যান্ড, ভাঙ্গা বিশ্বরোড মোড় এবং ভাঙ্গা হাসপাতাল সংলগ্ন এলাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বানে এ কর্মসূচি শুরু হয়। বিক্ষুব্ধরা রাস্তায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতে ঢাকা-বরিশাল, ঢাকা-খুলনা ও যশোর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

স্থানীয়রা জানায়, নির্বাচন কমিশন সম্প্রতি ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার প্রাণকেন্দ্র আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনের সাথে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

বিক্ষোভকারীদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে তারা বসবাস করছেন। এটি একটি পরিবার। এই পরিবারকে দ্বিখণ্ডিত করে ভাঙ্গার উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে।

তারা আরো বলেন, ‘প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উন্নয়ন থেকেও বঞ্চিত হবেন আলগী ও হামিরদীর মানুষ। তাই দ্রুত ইউনিয়ন দু’টিকে ফরিদপুর-৪ আসনে পূর্ণবহাল করতে হবে।’

বক্তারা দাবি করেন, ‘ভাঙ্গা উপজেলাকে ছোট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা আমরা মানি না, কখনো মানবো না। আমরা অখণ্ডিত ভাঙ্গা চাই।’

Scroll to Top