

সাতক্ষীরার বিনেরপোতা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের (পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ) একটি ট্রান্সমিটারে আগুন লাগায় শহরসহ আশপাশের এলাকায় পৌনে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা সোয়া একটার দিকে শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শেখ কুতুবুদ্দিন বলেন, বিনেরপোতা গ্রিড স্টেশনের ৩ নম্বর ট্রান্সমিটারে হঠাৎ আগুন ধরে যায়। এতে সাতক্ষীরার সাতটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে শহরে বিদ্যুৎ সরবরাহ চালু ছিল।
