সরকারকে আইনি নোটিশ, পিস টিভি বাংলা চালু করতে দাবি


পিস টিভি বাংলা আবারও সম্প্রচারের দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান। আজ রবিবার পাঠানো ওই নোটিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে। বিষয়টি আইনজীবী নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার পর পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। হামলাকারীদের একজন নাকি জাকির নায়েকের বক্তব্যে উদ্বুদ্ধ ছিল—এমন অভিযোগের ভিত্তিতে টিভি চ্যানেলটির সম্প্রচার বন্ধ করা হয়।

তবে, গত ১৯ আগস্ট ইউটিউবে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে জাকির নায়েক বলেন, ‘পিস টিভির বাংলা, ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষার সম্প্রচার স্যাটেলাইটের মাধ্যমে চালু আছে। মূলত বাংলাদেশ ও ভারতে ডাউনলিংকের অনুমতি না থাকায় এসব দেশের ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার সম্ভব হচ্ছে না।’

তিনি জানান, বাংলাদেশে পুনরায় সম্প্রচারের জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে। সরকারের অনুমোদন পেলেই কয়েক দিনের মধ্যেই পিস টিভি বাংলা আবার দেখা যাবে ক্যাবল নেটওয়ার্কে।

এই প্রেক্ষাপটেই আইনজীবী আশরাফ উজ্জামান চ্যানেলটির সম্প্রচার চালুর দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন।

Leave a Reply

Scroll to Top