সংসার জীবনে প্রবেশ ব্র্যাড পিটের


বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ছিল ব্র্যাঞ্জেলিনা জুটি। কোটি ভক্তের হৃদয় ভেঙে সম্পর্ক ভেঙেছে হলিউড সুপারস্টার ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির।সবই এখন পুরনো খবর, নতুন খবর হচ্ছে সম্পর্কে জড়িয়েছেন ব্র্যাড পিট। তিন বছর ধরে তিনি সম্পর্কে রয়েছেন ইনেস দে র‍্যামনের সঙ্গে। এবার জানা গেল, দুজন একসঙ্গে থাকতে শুরু করেছেন এবং রীতিমতো সংসার করছেন।

মার্কিন ম্যাগাজিন পিপল-এর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পিট ও ইনেস এখন পুরোপুরি একসঙ্গে বসবাস করছেন। সম্প্রতি তারা নতুন একটি বাড়িতেও উঠেছেন। ব্র্যাড এখন সব ভ্রমণ পরিকল্পনায় ইনেসকে রাখেন। যখন তারা বাড়িতে থাকেন, সময়টা একসঙ্গেই কাটান। নিজেদের নতুন ঘরটাকে তারা ঠিক নিজের মতো করে সাজাচ্ছেন।’

২০২২ সালে এই জুটির সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। তবে ২০২৪ সালের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তারা প্রথমবারের মতো একসঙ্গে লালগালিচায় হাজির হন। চলতি বছর ৬১ বছর বয়সী ব্র্যাড পিটের ফর্মুলা ওয়ান–প্রেরণায় নির্মিত সিনেমার প্রচারেও ছিলেন ৩২ বছর বয়সী ইনেস।

Leave a Reply

Scroll to Top