শোয়েব আখতার: পাকিস্তানের অবস্থা এমন, ক্লাব ক্রিকেটও খেলতে পারছে না

এই ছবিই যেন পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের প্রতিচ্ছবি :সত্যের পথে

টান টান উত্তেজনা ও রোমাঞ্চের দিন গত হয়েছে আরও আগে। ভারত–পাকিস্তান ক্রিকেটে সেই আবেদনও এখন আর নেই। ভারতের একাধিপত্যে পাকিস্তান অনেকটাই কোণঠাসা। কিন্তু পার্থক্যটা যে ক্রমেই বাড়ছে, সে দৃষ্টান্তই রেখে গেছে গতকাল রাতে এশিয়া কাপের ম্যাচটা। দুবাইয়ে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান।

আগে ব্যাট করে পাকিস্তানের করা ৯ উইকেটে ১২৭ রানের সংগ্রহ ভারত টপকে যায় ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখে। পাকিস্তানের এমন পারফরম্যান্স দেখে হতাশা লুকিয়ে রাখতে পারেননি শোয়েব আখতার। দেশটির সাবেক এই ফাস্ট বোলারের মতে, পাকিস্তান এখন ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছে না। এই দলের কাছে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা না করার কথাও বলেছেন তিনি।

পাকিস্তানকে এ সময় সহযোগী দেশগুলোর সঙ্গে তুলনা করে শোয়েব বলেন, ‘এর মধ্য দিয়ে আমাদের ক্রিকেটের মান কেমন, সেটা জানা হয়ে গেল। কোনো কৌশল নেই, সিঙ্গেল নিতে পারে না এবং মানসম্পন্ন ব্যাটসম্যানও নেই আমাদের। ওদের সূর্যকুমার যাদবকে দেখুন। সুইপ মারছে, কাট করছে, আবার সিঙ্গেলও নিচ্ছে। মানের দিক থেকে আমাদের অনেক ঘাটতি আছে। আমরা এমন দল নই, যারা দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা সহযোগী দেশগুলোর চেয়ে সামান্য একটু ভালো দল।’ কালকের জয়ে এশিয়া কাপের সুপার ফোর প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ আগামী বুধবার স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সুপার ফোরে উঠতে হলে এই ম্যাচে পাকিস্তানকে জিততেই হবে।
Scroll to Top