শিক্ষকের অনন্য দৃষ্টান্ত: আগে কাজ করেছেন বিনা বেতনে, এখন শিক্ষার্থীদের ফি দেন নিজেই

আব্দুল হামিদ ভূঁইয়া ছবি: সংগৃহীত সত্যের পথে

টাঙ্গাইল শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে গালা ইউনিয়নের রসুলপুর গ্রাম। গ্রামটিতে একসময় কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না। এতে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে অনেক শিক্ষার্থী ঝরে পড়ত। সেই গ্রামে প্রতিষ্ঠিত হয় বাছিরন নেছা উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় অবৈতনিক শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন একজন। এখন সেই বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মাসিক টিউশন ফি দেন তিনি।

পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বিনা টিউশন ফিতে লেখাপড়ার সুযোগ করে দেওয়া ওই ব্যক্তির নাম আবদুল হামিদ ভূঁইয়া। বর্তমানে তিনি বেসরকারি সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের (এসএসএস) নির্বাহী পরিচালক। ১৯৬৭ সালে তিনি রসুলপুর গ্রামের রাজ আলী মণ্ডল নামের এক ব্যক্তি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তাঁর দেওয়া জমিতে রাজ আলীর স্ত্রীর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

Scroll to Top