শাটডাউন স্থগিতের ঘোষণা আসে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনার পর।
ফোরাম জানিয়েছে, প্রশাসনের মৌখিক প্রতিশ্রুতি এবং রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দ্রুত সময়ে দাবি পূরণ না হলে কর্মসূচি পুনরায় শুরু করা হবে।
রাবি’র জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানান, আন্দোলনরত কর্মকর্তারা বুধবার থেকে কাজে ফিরেছেন, ফলে দাপ্তরিক কার্যক্রম সচল হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু নির্বাচনের জন্য ঘোষিত ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বরের ছুটি প্রত্যাহার করেছে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘বিশ্ববিদ্যালয় সচল রাখার জন্য একটা বোঝাপড়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। সবার সম্মিলিত প্রয়াস থাকলে সমাধান আসবে। রাকসু নির্বাচনের আগেই সব সমস্যা সমাধানের চেষ্টা করবো। সব ধরনের প্রয়াস চলছে।’
নির্বাচন কমিশন জানিয়েছে, দুর্গাপূজা ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গে নতুন আচরণবিধি কার্যকর হবে এবং রাকসু নির্বাচন আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
শাটডাউন শুরু হয় ২০ সেপ্টেম্বর, যখন শিক্ষক-কর্মকর্তা ও সহকারী প্রক্টরসহ কয়েকজনকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রকাশ্যে লাঞ্চিত করে। এর প্রতিবাদে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা ২১ সেপ্টেম্বর একদিনের কর্মবিরতি পালন করেন। ২২ সেপ্টেম্বর থেকে যৌথ ‘কমপ্লিট শাটডাউন’ শুরু হয়ে বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়ে।