রাজশাহীতে আকিজ সিরামিকসের নতুন এক্সক্লুসিভ শোরুম চালু।


দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস রাজশাহীর রানীবাজারে একটি নতুন এক্সক্লুসিভ শোরুম চালু করেছে। পরপর ছয়বারের ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং দুইবারের ‘সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জনকারী বাংলাদেশের ১ নম্বর টাইলস ব্র্যান্ডটি “Promise of Perfection”-এর প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে।

গতকাল সোমবার রাজশাহীর রানীবাজারের মুন্সিডাঙ্গা মোড়ে ‘মেসার্স রাজ্জাক স্যানিটারি অ্যান্ড টাইলস’ নামের আকিজ সিরামিকস এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার শোরুমটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। এছাড়া আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামান এবং শোরুমের স্বত্বাধিকারী মো. সোহেল রানা সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শোরুমটিতে প্রদর্শিত হয়েছে আধুনিক ডিজাইনের টাইলস এবং সর্বশেষ প্রোডাক্ট লাইনআপ। আকর্ষণীয় ফার্নিচার ও উন্নত ডিসপ্লে ব্যবস্থার মাধ্যমে সাজানো হয়েছে শোরুমটি, যা গ্রাহকদের দেবে এক ভিন্ন অভিজ্ঞতা।

বর্তমানে আকিজ সিরামিকস এর সারা দেশে ১৫০টির বেশি এক্সক্লুসিভ শোরুম রয়েছে। নতুন এই শোরুম উদ্বোধনের মাধ্যমে রাজশাহীর ক্রেতাদের কাছে আরও সহজে পৌঁছাতে পারবে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Scroll to Top