

টানা তিন ম্যাচে পাঁচ গোল করে ফর্মের তুঙ্গে ছিলেন লিওনেল মেসি। তবে টরন্টো সফরে এসে সেই ধারায় লাগল ছেদ। একের পর এক সুযোগ তৈরি করেও গোল খুঁজে পাননি আর্জেন্টাইন মহাতারকা। তার গোলশূন্য দিনে ইন্টার মায়ামিকে ১-১ ড্রয়ে থামিয়ে দেয় টরন্টো এফসি।
টরন্টোর মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। যোগ করা সময়ে জর্দি আলবার ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন তাদেও অ্যালেন্দে। এগিয়ে গিয়ে যেন জয় নিশ্চিত ভেবেছিল দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে টরন্টো। ৬০ মিনিটে কাছ থেকে লক্ষ্যভেদ করেন জর্জে মিহাইলোভিচ। শেষ মুহূর্ত পর্যন্ত গোলের খোঁজে মরিয়া ছিলেন মেসি। তবে টরন্টো গোলরক্ষক শন জনসনের দুর্দান্ত সেভে ভর করে বেঁচে যায় স্বাগতিকরা।
ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘আমরা জেতার যোগ্য ছিলাম। বেশিরভাগ সুযোগ আমাদেরই ছিল। হয়তো দ্বিতীয়ার্ধে ১০-১৫ মিনিট এলোমেলো হয়ে গিয়েছিলাম, তবে ম্যাচের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত আমাদের হাতেই ছিল। তবে স্বীকার করতেই হবে, তাদের গোলকিপার আজকের নায়ক।০’