

আধ্যাত্মিক প্রেম ও জ্ঞানের কবি মাওলানা জালাল উদ্দিন রুমি। এ কবির জীবনীকে মঞ্চে আনছে বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ। ‘জালাল উদ্দিন রুমি’ নামের থিয়েটার পারফরমেন্সটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্মাণ ও উপস্থাপনায় সুজন মাহাবুব। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। গতকাল সন্ধ্যায় একই মিলনায়তনে নাটকটির কারিগরি প্রদর্শনী হয়েছে।
এ নাটকের কাহিনি গড়ে উঠেছে জালাল উদ্দিন রুমির অন্তিম প্রয়াণের শেষ এক ঘণ্টা ঘিরে। সূর্য ডোবার পর মাগরিবের নামাজের আযানের মধ্যদিয়ে নাটক শুরু এবং আলোকিত চাঁদের জ্যোৎস্নার মধ্যদিয়ে নাটকের সমাপ্তি।
অপূর্ব কুমার কুন্ডু বলেন, ‘মহাকবি ফেরদৌসি, শেখ সাদী পারস্য কাব্য সাহিত্যে স্বর্ণোর্জ্জ্বল নক্ষত্র। তাদের যোগ্য উত্তরাধিকারী জালাল উদ্দিন রুমি। আপন আলোয়, আপন শক্তিতে উদ্ভাসিত রুমিকে ইতিহাসের আলোয় দেখার নাটক জালাল উদ্দিন রুমি। এ নাটক তার বর্ণিল জীবন এবং তার সৃজিত সাহিত্য কর্মকে আশ্রয় করে।’
সুজন মাহাবুব বলেন, ‘বাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপের থিয়েটার পারফরম্যান্স জালাল উদ্দিন রুমি সমকালীন শিল্পের এক অনন্য রূপ। যেখানে পটচিত্র, যাত্রা, বাচিক নাট্য, শ্যাডো থিয়েটার, কবিতা, নৃত্য, সুরের আলো ও শরীরের অভিব্যক্তি ব্যবহার একত্র হয়ে সৃজনশীল মঞ্চে সৃষ্টি করছে এক শৈল্পিক প্রকাশভঙ্গি।’
নাটকটির মঞ্চ সজ্জায় আছেন- ফজলে রাব্বি সুকর্ণ, আবহ সংগীতে হামিদুর রহমান পাপ্পু, আলোক সজ্জায় মো. বজলুর রহমান, অঙ্গরচনায় শুভাশীষ দত্ত তন্ময়, পোশাক সজ্জায় আমেনা বেগম, কোরিওগ্রাফি করেছেন রুহী আফসানা দীপ্তি।