বুয়েট পরীক্ষায় স্বীকৃত তিনটি মূল বৈশিষ্ট্য।


ব্যাটারিতে দীর্ঘস্থায়ী ডিউরেবিলিটি, তাপ নিঃসরণ (হিট ডিসিপেশন), নেটওয়ার্ক স্থিতিশীলতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্বীকৃতি পেয়েছে অপো ব্র্যান্ডের এ৬ প্রো মডেল।

বুয়েট পরীক্ষায় নিশ্চিত হয়েছে, মডেলের কুলিং সিস্টেম আগের তুলনায় অনেকটা আপগ্রেড করা হয়েছে। মডেলের ৪ হাজার ৩০০ বর্গমিলিমিটার ভিসি ভেপর চেম্বার ও এক্সপান্ডেড গ্রাফাইট লেয়ার ব্যবহার করা হয়েছে, যা মোট তাপ নিঃসরণের এলাকা ২০ শতাংশের বেশি বৃদ্ধি করে। ফলে একে ব্যাপকভাবে ব্যবহার করলেও তাপমাত্রা মাত্র
১ ডিগ্রি সেলসিয়াস বাড়ে। তা ছাড়া জনবহুল এলাকায় নেটওয়ার্ক অ্যাডাপ্টেবিলিটি সুনিশ্চিত করে।

অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, বুয়েট কর্তৃক এ৬ প্রো মডেলকে তিনটি বিশেষ পারফরম্যান্সে স্বীকৃতি গ্রাহক পরিষেবায় নতুন মাত্রা যুক্ত করবে।

জানা গেছে, ব্যাটারি সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার, যা পূর্ণ চার্জে প্রায় তিন দিন চলতে সক্ষম। বিশেষ বৈশিষ্ট্য ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ, যা স্ট্যান্ডার্ড ফাস্ট চার্জিংয়ের তুলনায় চার্জিং সময়কে কমিয়ে আনে।

৬১ মিনিটে শতভাগ চার্জ হয়ে যায়। রয়েছে রিভার্স চার্জিং। ফলে এটি পোর্টেবল পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করতে সক্ষম। এর সহায়তায় মিনি ফ্যান, পোর্টেবল লাইট বা এয়ার পিউরিফায়ারের মতো ছোট ইলেকট্রনিকস বা অন্যসব স্মার্টফোন চার্জ করা সম্ভব।

বুয়েটের অধ্যাপক ড. মাহবুব আলম বলেন, নিজস্ব পরীক্ষা থেকে নিশ্চিত হওয়া গেছে, তাপ নিঃসরণ, নেটওয়ার্ক নির্ভরযোগ্যতা ও ব্যাটারি স্থায়িত্ব– তিনটি ক্ষেত্রে মান উত্তীর্ণ হয়েছে এ৬ প্রো মডেলটি।

Leave a Reply

Scroll to Top