

মৌসুম শেষে বেনফিকা ছাড়বেন আনহেল দি মারিয়াছবি: ফেসবুক
মৌসুম শেষে বেনফিকা ছাড়ার ঘোষণা দিয়েছেন আনহেল দি মারিয়া। আর্জেন্টিনার ৩৭ বছর বয়সী এই তারকা কাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদায়ী বার্তায় দি মারিয়া লিখেছেন, ‘এই জার্সি পরে চ্যাম্পিয়নশিপে (পর্তুগিজ লিগে) এটিই ছিল আমার শেষ ম্যাচ। আমি গর্বিত যে আবার এটি পরতে পেরেছি। এখনো একটি ফাইনাল (পর্তুগিজ কাপ) বাকি। রোববার (২৫ মে) আমরা সেটি জয়ের জন্য উল্লাস ও উদ্দীপনা নিয়ে মাঠে নামব। সব সময় যেমন একসঙ্গে ছিলাম, এবারও থাকব। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’
গত রাতে পর্তুগিজ লিগ মৌসুমের শেষ দিনে শিরোপার মীমাংসা হয়েছে। সমান ৭৯ পয়েন্ট নিয়ে কাল নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল শীর্ষ দুই দল স্পোর্তিং লিসবন ও বেনফিকা।
https://www.instagram.com/p/DJxN5UlNu5O/embed/captioned/?cr=1&v=14&wp=288&rd=https%3A%2F%2Fwww.prothomalo.com&rp=%2Fsports%2Ffootball%2Fb1e8dtzx6j#%7B%22ci%22%3A0%2C%22os%22%3A4874928.5%7D
স্পোর্তিং ২-০ গোলে হারিয়েছে ভিতোরিয়া গিমারাইসকে, বেনফিকা ১-১ গোলে ড্র করেছে ব্রাগার সঙ্গে। ফলে ৮২ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে স্পোর্তিং। ৮০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ও দি মারিয়ার দল বেনফিকা।
লিগ জিততে না পারায় হতাশাও প্রকাশ করেছেন দি মারিয়া, ‘চ্যাম্পিয়নশিপে (পর্তুগিজ লিগে) আমরা যেমন ফল চেয়েছিলাম, তা পাইনি। আমরা লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছি। এমন দীর্ঘ একটি বছর (মৌসুম) এভাবে শেষ হওয়া সত্যিই কষ্টদায়ক।’
আরও পড়ুন
আর্জেন্টিনাকে বিদায় বলা দি মারিয়া বেনফিকায় কত বেতন পান
২০০৭ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে দিয়েই ইউরোপে যাত্রা শুরু হয়েছে দি মারিয়া। প্রথম মেয়াদে সেখানে কাটিয়েছেন তিন মৌসুম। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাস মিলিয়ে ১৩ বছর কাটিয়ে ২০২৩ সালে ফেরেন বেনফিকায়।

আগামী রোববার বেনফিকার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন দি মারিয়াছবি: ফেসবুক
দ্বিতীয় মেয়াদে বেনফিকার সঙ্গে এক বছরের চুক্তি করেছিলেন দি মারিয়া। গত বছরের আগস্টে চুক্তির মেয়াদ বাড়ান এ বছরের জুন পর্যন্ত। সেটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় মৌসুম শেষে ফ্রি এজেন্ট (মুক্ত খেলোয়াড়) হয়ে যাবেন আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা এই ফরোয়ার্ড। এরপর কোথায় যেতে পারেন, সেই ইঙ্গিত অবশ্য দেননি।
আগামী রোববার পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন স্পোর্তিং লিসবনের বিপক্ষেই পর্তুগিজ কাপ ফাইনালে খেলবে বেনফিকা। ঘোষণা অনুযায়ী ক্লাবটির জার্সিতে সেটিই দি মারিয়ার শেষ ম্যাচ হতে যাচ্ছে।
যদিও বেনফিকার সঙ্গে দি মারিয়ার চুক্তির মেয়াদ ফুরাবে আগামী ৩০ জুন। এই সময়ের মধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে তারা। ম্যাচ তিনটিতে তাদের প্রতিপক্ষ বোকা জুনিয়র্স, অকল্যান্ড সিটি ও বায়ার্ন মিউনিখ। সিদ্ধান্ত না পাল্টালে ক্লাব বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

বেনফিকার হয়ে পাঁচটি ট্রফি জিতেছেন দি মারিয়াছবি: ফেসবুক
বেনফিকার হয়ে দুই মেয়াদে মোট ২১১ ম্যাচ খেলেছেন দি মারিয়া। গোল করেছেন ৪৭টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫৩টি। শিরোপা জিতেছেন পাঁচটি।