বাংলাদেশের জারিফের ঐতিহাসিক সাফল্য, আইটিএফ চ্যাম্পিয়ন হলেন


বাংলাদেশের টেনিসের ইতিহাসে প্রথমবারের মতো নতুন অধ্যায় সৃষ্টি কররছেন তরুণ তারকা জারিফ আবরার। রাজশাহীতে অনুষ্ঠিত আইটিএফ অনুর্ধ-১৮ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা উড়ালেন তিনি।

রাজশাহী টেনিস কমপ্লেক্সে এই আসরটি জুনিয়র টেনিসের ৩০তম আয়োজন। এর আগে ২৯টি আসরে বাংলাদেশের কোনো খেলোয়াড় আইটিএফ খেতাব জিততে পারেননি। দেশের বাইরে অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টেও এই সাফল্য আসেনি। সেই দীর্ঘ প্রতীক্ষা এবার জারিফ ভেঙে দিলেন।

শুক্রবার সকালে ২ নম্বর কোর্টে অনুষ্ঠিত বালক এককের ফাইনালে জারিফের প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের টপসিড খেলোয়াড় নাপাত পাটানালের থাপান। শুরু থেকেই উত্তেজনা তুঙ্গে। প্রথম সেটে টাইব্রেকার ম্যাচে জারিফ ৭-৬ (৭-৩) গেমে জয়ী হয়ে এগিয়ে যান। দ্বিতীয় সেটে দারুণ লড়াই শেষে ৬-৪ গেমে থাপানকে পরাজিত করে নিশ্চিত করেন ঐতিহাসিক জয়। শেষ পর্যন্ত টানা পাঁচটি ম্যাচ পয়েন্ট নষ্টের পরও জয়ের স্বাদ নিলেন জারিফ।

বালিকাদের ফাইনালও ছিল উত্তেজনাপূর্ণ। চীনের জিজি ইয়ান প্রথম সেট ৭-৫ গেমে জিতে এগিয়ে গেলেও দ্বিতীয় সেটে মালদ্বীপের আরা আসাল আজিম ঘুরে দাঁড়ান এবং ৬-৩ গেমে জয়ী হন। তবে শেষ সেটে জিজি ইয়ান কোনো সুযোগ না দিয়ে ৬-৩ গেমে চ্যাম্পিয়ন হয়েছেন।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।

Leave a Reply

Scroll to Top