প্রথম ভারত সফরে স্টারমারকে উষ্ণ অভ্যর্থনা দিলেন মোদি

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তিনি প্রথমবারের মতো সরকারি সফরে স্টারমারের ভারতে আগমনকে ‘আশাব্যঞ্জক’ বলে উল্লেখ করেছেন এবং দু’দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন।

বুধবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, ‘যুক্তরাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিনিধিদল নিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তার ঐতিহাসিক প্রথম ভারত সফরে স্বাগতম জানাই। আগামীকালের বৈঠকের অপেক্ষায় আছি-যাতে আমরা একসঙ্গে আরও শক্তিশালী ও সমৃদ্ধ ভবিষ্যতের যৌথ দৃষ্টি এগিয়ে নিতে পারি।’

মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্টারমারকে স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পওয়ার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে উষ্ণ অভ্যর্থনা! বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্র ও গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত। এটি প্রধানমন্ত্রী স্টারমারের প্রথম ভারত সফর। এই সফর শক্তিশালী ও গতিশীল ভারত-যুক্তরাজ্য অংশীদারত্বে এক নতুন অধ্যায় সূচিত করছে।’

বুধবার মুম্বাইয়ের আর্থিক কেন্দ্রস্থলে তিনি বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন, যা তার প্রথম সরকারি ভারত সফরের সূচনা হিসেবে চিহ্নিত হয়েছে।

এই সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ১২৫ সদস্যের বিশাল প্রতিনিধি দল নিয়ে এসেছেন, যার মধ্যে রয়েছেন সিইও, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং সাংস্কৃতিক নেতারা।

 

Leave a Reply

Scroll to Top