পদ্মার মাছের বাজারে এক পাঙ্গাসের দাম ৬০ হাজার।


রাজবাড়ীর পদ্মা নদীতে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ। মাছটির ওজন ২৩ কেজি ৮০০ গ্রাম।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দৌলতদিয়ার জেলে রতন হলদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দুপুর পৌনে ১২টায় তিনি মাছটি দৌলতদিয়ার মোহন মণ্ডলের আড়তে নিয়ে আসেন।

আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হলে প্রতি কেজি দুই হাজার ৫০০ টাকা দরে মোট ৫৯ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেয় চান্দু মোল্লা মৎস্য আড়ত।

চান্দু মোল্লা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, ‘বেশ কিছুদিন পর পদ্মায় এত বড় আকারের পাঙ্গাস ধরা পড়ল। মাছটি কেনার পর প্রতি কেজিতে ৫০ টাকা লাভে মোট ৬০ হাজার ৬৯০ টাকায় বিক্রি করা হয়েছে।’

Leave a Reply

Scroll to Top