নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মেঘনায় ২৪ জেলে গ্রেপ্তার

পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকা থেকে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২৪ জেলেকে আটক করা হয়। ছবি: সত্যের পথে

চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২৪ জেলেকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত দেড়টা থেকে আজ শনিবার ভোর পর্যন্ত মেঘনা নদীতে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রবীর কুমার রায়।

প্রধান প্রজনন মৌসুম হিসেবে সরকার ঘোষিত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ ও রক্ষায় এ অভিযান চলছে। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশ নেওয়া নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ।

অভিযানে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন, নৌ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

অভিযানে আটকদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রবীর কুমার রায়। ছবি: সত্যের পথে

সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ জানান, অভিযান চলাকালীন মেঘনা ও পদ্মার বিভিন্ন পয়েন্টে টহল কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর নৌ-থানায় ৫ মামলায় ২১ জন, হরিনাঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে ২ মামলায় ৩ জনকে নৌকা ও জালসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অভিযান শেষে অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় বলেন, ‘সরকার ঘোষিত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ-পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে লিপ্তদের বিরুদ্ধে জেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য মা ইলিশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা।’

Leave a Reply

Scroll to Top