তৌকীর আহমেদ একবার আরও সক্রিয়।

তৌকীর আহমেদ

বিরতির পর আবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ। তরুণ পরিচালক সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমায় দেখা যাবে তাকে। তবে কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনই বলতে নারাজ এই অভিনেতা।

তৌকীর আহমেদ জানান, দুই-তিন বছর পর সিনেমায় কাজ করছেন। চরিত্রটি পছন্দ হওয়ায় কাজটির সঙ্গে যুক্ত হয়েছেন। গেল রোববার থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন তৌকীর।

বলেন, ‘সিনেমার শুটিংয়ে ফিরে খুবই ভালো লাগছে। আশা করছি, ভালো কিছু হবে।’

এদিকে, ‘সোলজার’র মূল চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, বিপরীতে শোনা যাচ্ছে তানজিন তিশার নাম। সিনেমায় তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকের অভিনয়ের কথা রয়েছে। সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন কামরুল হাসান।

সিনেমার বিষয়বস্তু নিয়ে শাকিব খানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে নির্মাতা ফাহাদ বলেন, ‘আমরা দেশপ্রেম নিয়ে একটা গল্প করার চেষ্টা করছি। বর্তমান সময়ের মানুষের মধ্যে যে সামগ্রিক ভাবনা, চিন্তা আর বাস্তবতা, সেই গল্পই তুলে ধরার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘ঈদ ছাড়া অন্য সময়েও যদি ভালো সিনেমা মুক্তি পায়, তাহলে হলমালিক থেকে শুরু করে পরিবেশক, প্রযোজক- সবাই লাভবান হবেন।’

Leave a Reply

Scroll to Top