তিন খুন মামলার আসামি জামিনে বেরিয়ে গৃহবধূকে পিটিয়েছে মাদারীপুরে

মাদারীপুরের কালকিনিতে এক গৃহবধূকে ঘরে আটকে মারধর করেন ফয়সাল তালুকদার নামের হত্যা মামলার এক আসামি ছবি: ভিডিও থেকে নেওয়া

মাদারীপুরের কালকিনি উপজেলায় আলোচিত তিন খুনের মামলায় জামিনে থাকা আসামির নেতৃত্বে এক গৃহবধূকে আটকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিও গত বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফয়সাল তালুকদার নামের এক যুবক লাঠি হাতে এক গৃহবধূকে পেটাচ্ছেন। পরে তাঁকে রামদা দিয়েও আঘাত করতে দেখা যায়।

Leave a Reply

Scroll to Top