ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা ১৪ কিমি যানজট।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালু। ছবি: সংগৃহীত

দুর্গা পূজায় টানা ৪ দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশ থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। এতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কাচঁপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, ‘বৈরী আবহাওয়া ও ছুটির কারণে সড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপ বেড়েছে। এতে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।’

যাত্রী সোহেল মিয়া জানান, পূজার ছুটি শুরু হওয়ায় সবাই গ্রামের বাড়ি যেতে রওনা হয়েছেন। সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে যেখানে আধাঘণ্টা সময় লাগে, আজ সেখানে ৩ থেকে ৪ ঘণ্টা লেগে যাচ্ছে।

যাত্রী শাহিনা আক্তার বলেন, ‘প্রতি বছর পূজার ছুটিতে আমরা গ্রামে যাই। কিন্তু এ বছর যানজট এত ভয়াবহ, কখন পৌঁছাতে পারব সেটি নিয়েই দুশ্চিন্তায় আছি। রাত থেকে সকাল অব্দি এই জ্যামেই পড়ে আছি।’

পুলিশ জানায়, ছুটির চাপের পাশাপাশি বৈরি আবহাওয়া যুক্ত হওয়ায় সড়কে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী আরও বলেন, ‘আমরা বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। তবে গাড়ির চাপ অনেক বেশি হওয়ায় যানজট নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। একাধিক টিম কাজ করছে, আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।’

 

Leave a Reply

Scroll to Top