

ভারতীয় সিনেমার মেগাস্টার অমিতাভ বচ্চনের জন্মদিন আজ ১১ অক্টোবর। ১৯৪২ সালের আজকের এদিনে ব্রিটিশ ভারতের এলাহাবাদে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে ৮৩ পেরিয়ে ৮৪ বছরে পা দিলেন বিগ-বি। ‘বলিউড শাহেনশাহ’খ্যাত এই অভিনেতার জন্মদিনে ইতিমধ্যেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বহু তারকা। আর সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছে ভক্ত-অনুরাগীরা।
এবার অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদ এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাটানো দিনগুলোর স্মৃতির কথা তার শুভেচ্ছা বার্তায় মনে করেন তিনি।
সামাজিক মাধ্যম এক্স-এ মমতা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সুস্থ থাকুন। সুখসমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন। ১৯৮৪ সালে প্রথমবার সংসদের সদস্য হই দুজনে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ এবং জয়া বচ্চনের উপস্থিতিতে আমরা আপ্লুত। আমাদের উৎসব পরিবারের সদস্য তারা।’
বলা দরকার, কলকাতার সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক দীর্ঘদিনের। এক সময় তিনি এই শহরেই চাকরি করতেন। পরে রেডিওতে কাজ করতে গিয়ে কণ্ঠস্বরের কারণে অডিশনে ব্যর্থ হন। তবে সেই ‘ভারী কণ্ঠস্বর’ই তার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। পরিচালক মৃণাল সেন তার ‘ভুবন সোমে’ সিনেমাতে অমিতাভের কণ্ঠ ব্যবহার করেন। সেই শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বলিউড শাহেনশাহকে।
যদিও সাফল্যের শিখরে পৌঁছানো রাতারাতি হয়নি। ভারী কণ্ঠস্বর এবং দীর্ঘ উচ্চতার কারণে বহুবার বিফলতার সম্মুখীন হতে হয়েছিল বলিউডের এই মেগাস্টারকে। কিন্তু পরিশ্রমে বিশ্বাসী অমিতাভ বচ্চন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, চেষ্টা থাকলে একদিন সাফল্য আসবেই।