

ঢাকা থেকে মালামাল নিয়ে সিলেটে যাচ্ছিলেন ট্রাকচালক মো. সজীব (২২)। কিশোরগঞ্জে মেঘনা নদীর ওপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্ত অতিক্রমের সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রাক থামান। ট্রাক থেকে নামতেই তাঁকে ঘিরে ধরে কয়েকজন ছিনতাইকারী। সবকিছু ছিনিয়ে নেওয়ার পর পেটে ছুরিকাঘাত করে তারা।
কয়েক ঘণ্টা পর আজ বুধবার সকালে সজীবের মৃত্যু হয়। ভৈরবের এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। নিহত সজীব পটুয়াখালীর বাউফল উপজেলার বট কাজল গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সজীব গতকাল মঙ্গলবার রাতে ট্রাক নিয়ে সিলেট যাচ্ছিলেন। সহযোগী হিসেবে ট্রাকে ছিলেন মো. ইব্রাহিম নামে তাঁর আপন ভাই। ভৈরব বাসস্ট্যান্ড অতিক্রম করেন দিবাগত রাত তিনটায়। বাসস্ট্যান্ড থেকে সামান্য দূরে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে ট্রাক থামান। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা ইব্রাহিমকে জানিয়ে সজীব সড়ক থেকে নিচে নামেন। কয়েক মিনিট পর ইব্রাহিম বুঝতে পারেন, ভাই বিপদে পড়েছেন। এগিয়ে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন ইব্রাহিমকে সজীব জানান, তিনি ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারীরা তাঁর সব নিয়ে গেছে এবং পেটে ছুরিকাঘাত করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভৈরব থানা–পুলিশ। পরে কয়েকজন ট্রাকচালকের সহযোগিতায় সজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল ছয়টার দিকে হাসপাতালে পৌঁছালে হাসপাতাল থেকে জানানো হয়, হাসপাতালে আনার আগেই সজীবের মৃত্যু হয়েছে।
সজীবের বাবা শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে সবকিছু দিয়ে দেওয়ার পরও ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। এই কথা মানতে কষ্ট হচ্ছে।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ছিনতাইয়ের খবর জানার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ ঢাকায় আছে। সেখান থেকে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় মামলা হবে ভৈরবে। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।