কিমের কাছে রয়েছে ৪৭টি পরমাণু বোমার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম।


উত্তর কোরিয়ার কাছে প্রায় ২ টন উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত রয়েছে বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া।আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী চুং ডং-ইয়ং সাংবাদিকদের এই তথ্য জানান।

চুং ডং-ইয়ং বলেন, গোয়েন্দা সংস্থাগুলো অনুমান করছে যে পিয়ংইয়ংয়ের কাছে ৯০ শতাংশেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত আছে, যা ২ হাজার কেজি পর্যন্ত হতে পারে। তিনি আরও বলেন, ‘এমনকি এই মুহূর্তেও উত্তর কোরিয়ার চারটি কেন্দ্রে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ সক্রিয় রয়েছে।’

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী, একটি পারমাণবিক বোমা তৈরি করতে প্রায় ৪২ কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম প্রয়োজন। সেই হিসাবে দুই হাজার কেজি ইউরেনিয়াম দিয়ে ৪৭টির মতো পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব।

Leave a Reply

Scroll to Top