

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সেনাবাহিনী ও তালেবানের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। কাবুলে ‘বিমান হামলার’ একদিন পর গতকাল শনিবার এই ঘটনা ঘটে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়াতুল্লাহ খাওয়ারিজমি শনিবার রাতে এক্সে দেওয়া পোস্টে লিখেন, সম্প্রতি পাকিস্তান সীমা লঙ্ঘন করে আফগান ভূখণ্ডে বিমান হামলা চালায়। এর জবাবে তালেবান বাহিনী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ‘সফল পাল্টা আক্রমণ’ করেছে। এএফপিকে ইনায়াতুল্লাহ বলেন, পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো কিছু করে তাহলে কঠোরভাবে জবাব দেওয়া হবে।
শনিবার সীমান্তে গোলাগুলি নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক্স পোস্টে লিখেছেন, ‘তালেবানের হামলা অযৌক্তিক। পাকিস্তানি বাহিনী প্রতিটি ইটের জবাব পাথর দিয়ে দিয়েছে।’ মহসিন নাকভি অভিযোগ করেন, আফগান বাহিনী বেসামরিক জনগণের ওপর গুলি চালিয়েছে। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ফলে সেনাবাহিনী দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে। কোনো উসকানি সহ্য করা হবে না।
পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের প্রদেশগুলোর মধ্যে আছে, কুনার, নানগারহার, পাকতিয়া, খোস্ত ও হেলমান্দ। রোববার আল জাজিরা জানিয়েছে, দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় সংযমের আহ্বান জানিয়েছে, ইরান, কাতার ও সৌদি আরব।