

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম রাজনীতির মধ্যে খুলনার কয়রা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে দলটি। ঘোষিত প্রার্থীরা ইতিমধ্যে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও গণসংযোগ শুরু করেছেন।
৬ সেপ্টেম্বর কয়রা উপজেলা জামায়াত কার্যালয়ে পাঁচ ইউনিয়নের প্রার্থী ঘোষণা করা হয়। পরে ১২ সেপ্টেম্বর দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নামও প্রকাশ করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমানসহ অন্য নেতারা।