এশিয়া কাপের ম্যাচ ফি দানে অঙ্গীকার যাদবের।

এশিয়া কাপে ম্যাচ ফির অর্থ পেহেলগামে হামলায় নিহতের পরিবারকে দিতে চান সূর্যকুমার যাদব। ছবি: এএফপি

ভারতের এশিয়া কাপ জয়কে ‘অপারেশন সিঁদুরের’ সঙ্গে তুলনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার একই পথে হাঁটলেন জাতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও।

যাদবের সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া পোস্টের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, যাদব এশিয়া কাপের ম্যাচ ফি দান করতে চান ভারতীয় সেনা সদস্য ও জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলায় নিহতের পরিবারের মাঝে।

এমন উদ্যোগের কারণও ব্যাখ্যা করেছেন ভারতীয় অধিনায়ক। লিখেছেন, ‘আমরা তাদের স্মরণে রাখতে চাই।’

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্টের শুরু থেকেই যাদব তাঁর অবস্থান দেখিয়েছেন। গ্রুপ পর্বের ম্যাচে জয়ের পরও তিনি পাকিস্তানি অধিনায়ক সালমান অলি আগার সঙ্গে হাত মেলাননি। এমন অবস্থান তিনি এর পরের ম্যাচেও ধরে রেখেছেন। ফাইনাল ম্যাচ শেষেও হাত মেলানো এড়িয়ে গেছেন।

গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয়ের পর যাদব লিখেছিলেন, ‘ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর এটাই সঠিক সময়। আমরা তাঁদের প্রতি সংহতি জানাই। জয়টাও উৎসর্গ করতে চাই সেনা সদস্যদের, যারা অসীম সাহস দেখিয়েছেন। আশা করি তারা আমাদের আরও অনুপ্রাণিত করবেন। আর আমরাও মাঠের জয়ের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো।’

গত এপ্রিলের শেষ দিকে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়। মে মাসের শুরুতে ভারত-পাকিস্তান সংঘাতে জড়ায়। এমন ঘটনার পর এশিয়া কাপেই প্রথমবার মুখোমুখি হয় দুই দেশের পুরুষ ক্রিকেট দল। উভয় দলের ম্যাচেই ক্রিকেটারদের আচরণে ছিল মে মাসের সংঘাতের ছাপ।

 

Leave a Reply

Scroll to Top