
যুক্তরাষ্ট্রে বাস্কেটবল প্রতিযোগিতা এনবিএ’র প্রাক মৌসুম শুরু হয়েছে। এবার প্রাক মৌসুমের ম্যাচ হচ্ছে চীনে।ছয় বছর পড়ে চীনে ম্যাচ ফেরায় ছিল বাড়তি উম্মাদনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গতকাল সেই ম্যাচ ঘিরে তারকাদের মেলা বসে । সেখানে যোগ দিয়েছেন ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহাম, হলিউড তারকা জ্যাকি চ্যান, মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ও টিভি ব্যক্তিত্ব শাকিল ও নিল ও চীনা বাস্কেটবল কিংবদন্তী ইয়াও মিংয়ের মতো তারকারা।
তিন ভুবনের এই তারকারা একসঙ্গে ছবিও তুলেছেন। আজ শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেকহাম পোস্টও করেছেন ছবিগুলো। বিশালদেহী শাকিল ও ইয়া মিংয়ে পাশে বেকহাম ও জ্যাকি চ্যানের ছবি দেখে ভক্তরা আপ্লুত হয়ে পড়েন। অনেকেই মজার ছলে অনেক ধরনের কমেন্ট করেন।
যুক্তরাষ্ট্র-চীনের রাজনৈতিক বৈরিতায় এতদিন এনবিএ সেখানে অনুষ্ঠিত হয়নি। অবশেষে শুক্রবার ম্যাকাওয়ে ফিনিক্স সানস এবং ব্রুকলিন নেটস-এর মধ্যে ম্যাচ দিয়ে মাঠে গড়াল এনবিএ। বেকহাম-জ্যাকি চ্যানের সঙ্গে প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় জেরেমি লিনও উপস্থিত ছিলেন