উয়েফা স্বীকৃতি দিল মায়ামিতে বার্সার ম্যাচ আয়োজনের, অনিচ্ছা থাকা সত্ত্বেও।


অনিচ্ছাসত্ত্বেও লা লিগায় বার্সেলোনা বনাম ভিয়ারিয়ালের মধ্যকার ম্যাচটি মিয়ামিতে আয়োজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সোমবার এমনটিই জানিয়েছে উয়েফা।

সংস্থাটি বলেছে, তারা দেশীয় লিগ ম্যাচ নিজেদের দেশের বাইরে আয়োজনের ‘স্পষ্ট বিরোধিতা’ করে, তবে ফিফার অস্পষ্ট কাঠামোর কথা উল্লেখ করে দুটি অনুরোধ-একটি লা লিগার এবং অন্যটি সেরি আ’র (এসি মিলান ও কোমোর মধ্যে ম্যাচ সংক্রান্ত) — অনুমোদন দিয়েছে।

এর আগে উয়েফা এই সিদ্ধান্ত নিতে বিলম্ব করছিল, কেননা ২০ ডিসেম্বরের সপ্তাহান্তে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভিয়ারিয়াল ও বার্সেলোনার ম্যাচটি অনুষ্ঠিত হতে পারবে কি না। একইভাবে মিলান ও কোমোরও ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে মুখোমুখি হওয়ার পরিকল্পনা রয়েছে।

এখন এই ম্যাচগুলোর আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত ফিফার হাতে, যারা এখনো নতুন বিধিবিধান চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।

এই সিদ্ধান্ত ইউরোপজুড়ে সমর্থক গোষ্ঠীগুলোর তীব্র বিরোধিতার মধ্যেই এসেছে।

উয়েফা জানিয়েছে, ‘উয়েফা আজ আবারও স্পষ্ট করেছে যে, দেশীয় লিগ ম্যাচ নিজ দেশের বাইরে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে তারা স্পষ্টভাবে বিরোধিতা করে।’

Leave a Reply

Scroll to Top