ইনজুরিতে বাইরে ইয়ামাল।

লামিনে ইয়ামাল।

বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল আবারও চোটে পড়েছেন। শুক্রবার এক বিবৃতিতে ক্লাব জানিয়েছে, কুঁচকির ইনজুরির কারণে তাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

১৮ বছর বয়সী ইয়ামালকে আগামী সপ্তাহে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্পেন দলে ডাকা হয়েছিল। তবে বুধবার পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ২-১ গোলে হারের পর তার ইনজুরি ফের জেগে ওঠায় জাতীয় দলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনি।

ইয়ামালের জন্য এই ইনজুরি নতুন নয়। মৌসুমে ইতিমধ্যে চারটি ম্যাচ মিস করেছেন তিনি। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে তুরস্ক ও বুলগেরিয়ার বিপক্ষে খেলার সময় প্রথমবার কুঁচকির চোট পান, যা নিয়ে ক্লাব ও দেশের মধ্যে টানাপোড়েনও তৈরি হয়েছিল।

বার্সেলোনা কোচ হানসি ফ্লিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, স্পেন দল খেলোয়াড়দের আরও যত্ন নেওয়া উচিত। তার মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি পাল্টা জবাবে বলেন, ‘ফ্লিকও তো জাতীয় দলের কোচ ছিলেন। তাই তার কাছ থেকে আরও সহানুভূতি আশা করেছিলাম।’

সময়টা ইয়ামালের জন্য ভীষণ দুর্ভাগ্যজনক। তিন সপ্তাহের ইনজুরি কাটিয়ে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়ে অবদান রাখেন তিনি। এরপরই পূর্ণ ৯০ মিনিট খেলেন পিএসজির বিপক্ষে, আর সেই ম্যাচের পর আবারও কুঁচকির সমস্যা ফিরে আসে।

বার্সেলোনার বিবৃতিতে বলা হয়, ‘পিএসজির বিপক্ষে ম্যাচের পর লামিনে ইয়ামালের কুঁচকির সমস্যা আবার দেখা দিয়েছে। তিনি সেভিয়ার বিপক্ষে রবিবারের ম্যাচে খেলতে পারবেন না। সুস্থ হতে সময় লাগবে আনুমানিক ২-৩ সপ্তাহ।’

এ মৌসুমে বার্সেলোনার হয়ে পাঁচ ম্যাচে নেমে ইতোমধ্যে দুটি গোল করেছেন ইয়ামাল।

Leave a Reply

Scroll to Top