আলভারেজের জোড়া আঘাতে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ।

জুলিয়ান আলভারেজ।

জুলিয়ান আলভারেজের জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। শনিবারের উত্তেজনাপূর্ণ মাদ্রিদ ডার্বিতে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তবে এই হারে লা লিগায় নিখুঁত সূচনার ধারাবাহিকতা ভাঙল শীর্ষে থাকা রিয়ালের।

প্রায় ৭০ হাজার দর্শকে ভরা মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে পিছিয়ে থেকেও স্মরণীয় জয় তুলে নেয় আতলেতিকো। এ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। ১৮ পয়েন্ট নিয়ে রিয়াল রয়ে গেছে শীর্ষে, তবে এক ম্যাচ কম খেলা বার্সেলোনার চেয়ে মাত্র দুই পয়েন্ট এগিয়ে।

আতলেতিকোর আক্রমণাত্মক শুরুর সুফল আসে ১৪ মিনিটে, যখন রবিন লে নর্মান্দ হেড করে গোল করেন। তবে ২৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত এক শটে সমতা ফেরান। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে আরদা গিলের ভলিতে গোল করে রিয়ালকে এগিয়ে দেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে আলেকজান্দার সোরলোথ হেডে গোল করে আতলেতিকোকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ৫০ মিনিটে গিলেরের বুটের আঘাতে নিকো গনসালেস আঘাত পান। পরে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি, যা থেকে গোল করেন আলভারেজ।

৬৪ মিনিটে চমৎকার ফ্রি-কিকে গোল করে ব্যবধান বাড়ান এই আর্জেন্টাইন তারকা। আর যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে আঁতোয়ান গ্রিজমান গোল করলে উৎসবের জোয়ারে ভাসে মেত্রোপলিতানো।

এই জয়ে ৭৫ বছর পর প্রথমবারের মতো রিয়ালের জালে পাঁচ গোল দিল আতলেতিকো। একই সঙ্গে জানুয়ারি ২০২৪ সালের পর এই প্রথম চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাল তারা।

বড় জয়ে নতুন প্রেরণা পেল ডিয়েগো সিমিওনের দল, যারা মৌসুমের শুরুতে বিপর্যস্ত ছিল— সব প্রতিযোগিতায় প্রথম ছয় ম্যাচে মাত্র একটি জয় এসেছিল। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের মাঠে শেষ মুহূর্তে হেরে গেলেও, লিগে মাঝ সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ৩-২ গোলে দারুণ প্রত্যাবর্তন করেছিল তারা।

শনিবারের এই জয়ে চাপ কিছুটা কমল সিমিওনের ওপর থেকে, যিনি ১৪তম মৌসুমে দলের দায়িত্বে আছেন এবং গত চার বছরে কোনো শিরোপা জেতেননি।

অন্যদিকে, মৌসুমের প্রথম ছয় লিগ ম্যাচে মাত্র তিন গোল হজম করা রিয়ালকে এই ম্যাচে একেবারে বিধ্বস্ত করে দেয় আতলেতিকো।

 

Leave a Reply

Scroll to Top