আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন আলমাদা।

থিয়াগো আলমাদা।

ইনজুরির কারণে ভেনিজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার আসন্ন প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না থিয়াগো আলমাদার। আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ২৬ বছর বয়সী মিডফিল্ডার এবার দলে থাকছেন না।

আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি গত শুক্রবার দুটি ম্যাচকে সামনে রেখে ফুটবলারদের তালিকা প্রকাশ করেছেন। সেই তালিকায় আলমাদার নামও ছিল। তবে সেপ্টেম্বরে পাওয়া মাংসপেশির ইনজুরির কারণে তাকে শেষ পর্যন্ত দল থেকে বাদ দিতে হলো।

১০ অক্টোবর ভেনিজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আর ৪ দিন পর পুয়ের্তো রিকো বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তারা।

Leave a Reply

Scroll to Top