

দেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড আভাস শুরু থেকেই শ্রোতাকে উপহার দিয়ে আসছে একের পর এক আলোচিত গান। নিজেদের স্বতন্ত্র গায়কী এবং গভীর কথামালার কারণে আভাস অল্প সময়েই সংগীতপ্রেমীর কাছে জায়গা করে নিয়েছে। ব্যান্ডটির নিয়মিত কনসার্ট ব্যস্ততা আর নতুন গান তাদের ভক্তের কাছে এক অনন্য প্রত্যাশার নাম।
আভাস ইতোমধ্যে প্রকাশ করেছে তাদের পাঁচটি মৌলিক গান ‘মানুষ-১’, ‘আভাস’, ‘বাস্তব’, ‘অনাথ’ এবং ‘ক্যামেরা’। তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ হলো ব্যান্ডের ষষ্ঠ গান ‘সত্তা’।
শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওতে অবস্থিত ইয়ামাহা মিউজিক স্টোরে একটি বিশেষ আয়োজনে গানটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। ওই আয়োজনে ব্যান্ডের ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সংগীতাঙ্গনের বেশ কয়েকজন শিল্পী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আভাস লাইভ পারফরম্যান্সের মাধ্যমে গানটির আবহ দর্শকদের সামনে তুলে ধরেন। একই সময়ে আভাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটির মিউজিক্যাল ভিডিও; যা পরিচালনা করেছেন মুন্তাকিম আল মাহিন এবং প্রযোজনা করেছেন সোহাগ চৌধুরী। ভিডিওতে তুলে ধরা হয়েছে মানুষের ভেতরের আবেগ ও হারানো সম্পর্কের স্মৃতিকে। নিঃসঙ্গতা, আকাঙ্ক্ষা এবং প্রিয়জনদের প্রতি এক নীরব টানকে প্রতীকী চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে।
‘সত্তা’র কথা লিখেছেন তানযীর তুহীন। সুর করেছেন তানযীর তুহীন নিজে ও রাজু শেখ। পুরো মিউজিক কম্পোজিশনের দায়িত্ব নিয়েছে ব্যান্ড আভাস। গানটির অডিও মিক্স ও মাস্টারিং করেছেন রাশেদ শরীফ শোয়েব।
গানটি নিয়ে কথা বলতে গিয়ে ভোকাল তানযীর তুহীন যেন নিজের ভেতরের কথাগুলোই প্রকাশ করলেন। তানযীর তুহীন বলেন, ‘ব্যক্তি জীবনে আমরা সবাই একটা সত্তা নিয়ে বেড়ে উঠি। জীবনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে প্রত্যেকেই নিজের সত্তাকে খুঁজে পাই। এই গান সেই খোঁজের গল্প। মানুষ যেন সবার সত্তাকে চিনতে পারে, নিজেকে ভালো রাখতে পারে, এটিই আমাদের বার্তা।’
অন্যদিকে বেজ গিটারিস্ট রাজু শেখ গানটির প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন আরও ব্যক্তিগত আবেগের ভেতর দিয়ে। তিনি বলেন, আমাদের জীবনে অনেক প্রিয় মানুষ ছিলেন, আছেনও। কিন্তু সময়ের স্রোতে অনেককেই হারিয়েছি। কারও সঙ্গে আর দেখা হয় না, কেউ হয়তো আর নেই। তাদের ভালোবাসা, মায়া এখনও আমাদের ভেতরে রয়ে গেছে। সেই অনুভূতির প্রতিফলনই ‘সত্তা’। ব্যস্ত জীবনে থেকেও আমরা কাছের মানুষদের ভুলতে পারি না, এই গান তাদের জন্য।
গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে ইউটিউব ও ফেসবুকে গানটি নিয়ে ভক্তের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকে লিখেছেন, ‘এই গান আমাদের হারানো মানুষের প্রতি শ্রদ্ধার মতো।’ কেউ বলেছেন, ‘তানযীর তুহীনের কণ্ঠে যেন নিজের গল্প শুনলাম।’ অনেকেই ভিডিওর ভিজ্যুয়াল নিয়ে প্রশংসা করেছেন, বলেছেন এটি গানকে আরও আবেগী করেছে।
গানটির অডিও ও ভিডিও সংস্করণ পাওয়া যাচ্ছে আভাসের ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, গুগল প্লে, আইটিউনস স্টোর, গানা, সাভান, ডিজার, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশসহ বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় ওটিটি মিউজিক প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।
আভাস ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন তানযীর তুহীন (ভোকাল), রাজু শেখ (বেজ গিটার), হিমেল সারিয়ার (গিটার), আরাফাত শাওন (কিবোর্ড), রাশেদ জনি (ড্রামস)।
‘সত্তা’ নিয়ে আভাসের প্রত্যাশা অনেক। তাদের বিশ্বাস, এই গান শুধু একটি সুরেলা সৃষ্টি নয়, বরং এটি হয়ে উঠবে শ্রোতার স্মৃতির ভেতর ঘুরে বেড়ানো প্রিয় মানুষদের প্রতি এক নীরব ভালোবাসার ভাষা। ‘সত্তা’ প্রকাশের পর আভাস ব্যান্ড জানিয়েছে, তারা শিগগিরই দেশের ভেতর বড় পরিসরের কনসার্ট ট্যুরে যেতে চায়। একই সঙ্গে একটি পূর্ণাঙ্গ অ্যালবামের কাজও এগিয়ে চলছে। ভক্তদের কাছে এটি শুধু আরেকটি গান নয়, বরং এক আবেগঘন অভিজ্ঞতা হয়ে উঠুক–এই প্রত্যাশাই তাদের।