

সিনেমা, নাটক ও গান- তিন অঙ্গনেই সমানতালে জনপ্রিয় অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবু। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী দীর্ঘ ক্যারিয়ারে যতবারই পর্দায় এসেছেন, প্রতিবারই দর্শকের কাছে নিজেকে ভিন্নভাবে হাজির করেছেন। নাটক-সিনেমার পাশাপাশি নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনেও। তারই ধারাবাহিকতায় এবার বাবুকে দেখা যাবে নতুন বিজ্ঞাপনচিত্রে। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা অনিক বিশ্বাস।
নির্মাতা বলেন, ‘বাবু ভাই এমন এক শিল্পী, যিনি যেকোনো মাধ্যমে অভিনয় করলেই আলাদা এক গ্রহণযোগ্যতা তৈরি হয়। এই বিজ্ঞাপনের গল্পে তার উপস্থিতি খুব জরুরি ছিল। দর্শকরা ভিন্ন কিছু উপহার পাবেন।’
কাজটি নিয়ে অভিনেতা বলেন, ‘আমি সব সময় গল্পনির্ভর কাজে আগ্রহী। গত কয়েক বছর ধরে কাজ বাছাইয়ে আরো সচেতন হয়েছি। অনিক যখন বিজ্ঞাপনটির পরিকল্পনা জানায়, বুঝতে পারি তার ভাবনা ভিন্ন। সেই কারণেই আমি কাজটিতে যুক্ত হই।’
বাবা-ছেলের সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই বিজ্ঞাপনচিত্রে বাবুর সঙ্গে অভিনয় করেছেন শিবলী নোমান ও রাফা নাঈম। সম্প্রতি ইজিকো টিভির এই বিজ্ঞাপনের শুটিং শেষ হয়েছে। খুব শিগগির এটি প্রচারিত হবে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে।