আজ মাঠে দেখা যাবে বার্সা বনাম পিএসজির শক্তি।


ব্যালন ডি’অরের লড়াইয়ে উসমান দেম্বেলের কাছে হারের প্রতিশোধ নেওয়ার একটা মোক্ষম সুযোগ পেয়েছিলেন লামিনে ইয়ামাল। আজ ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাধারী পিএসজির মুখোমুখি হবে বার্সা। কিন্তু ইয়ামালের জন্য আক্ষেপের খবর হলো দেম্বেলের সঙ্গে আজ দেখা হচ্ছে না তাঁর। চোটের কারণে ফরাসি তারকা মাঠে নামতে পারছেন না। শুধু তিনি নন; পিএসজি অধিনায়ক মার্কিনিউস, গত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের নায়ক দেজিরে দুয়ে ও তারকা উইঙ্গার খাভিচা কাভারতাস্কখেলিয়াকেও পাচ্ছে না পিএসজি।

ভারপ্রাপ্ত অধিনায়ক ভিতিনহাকে নিয়েও শঙ্কা আছে। গত শনিবার লিগ ওয়ানে অক্সিরির বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে চোটের কারণে পর্তুগিজ এ মিডফিল্ডারকে তুলে নেওয়া হয়। পিএসজির স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজের খেলা নিয়েও অনিশ্চয়তা আছে। গত শনিবার তিনি মাঠেই নামেননি। মিডফিল্ডার হোয়াও নেভেসেও চোটে পড়েছেন।

সেরা একাদশের এত জন চোটে পড়ায় বেশ সমস্যায়ই পড়ে গেছেন পিএসজি বস লুইস এনরিকে, ‘দুর্ভাগ্যবশত আমি আসলে কিছুই বলতে পারছি না। আমাদের এখন মেডিকেল বিভাগের দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেই। এর পরও ইতিবাচক থেকে আমাদের পরিস্থিতি সামাল দিতে হবে। আর পিএসজিই একমাত্র ইনজুরি আক্রান্ত দল নয়, যে ঠাসাঠাসি সূচি এখন, তাতে যে কোনো দল এমন পরিস্থিতিতে পড়তে পারে।’

সর্বশেষ জানা গেছে ভিতিনহা, নেভেস ও রুইজকে বার্সার বিপক্ষে স্কোয়াডে রেখেছেন কোচ। তারা দলের সঙ্গে আজ স্পেন যাবেন, মাঠে নামার আগে তাদের ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। সেখানে পাস করতে পারলে বার্সার বিপক্ষে খেলবেন।

বার্সারও চোট সমস্যা আছে। তাদের ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা আজ খেলতে পারবেন না। তাঁর বদলে শুরুর একাদশে থাকছেন মার্কাস রাশফোর্ড। ইংলিশ এ ফরোয়ার্ডের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে জয় পেয়েছিল বার্সা। এর মাঝে স্বস্তির খবর হলো, কুঁচকির চোট থেকে সেরে উঠেছেন লামিনে ইয়ামাল।

গত রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একটি অ্যাসিস্টও করেছেন। আজ শুরু থেকে তরুণ এ তারকা খেলবেন বলে ইঙ্গিত দিয়েছেন বার্সা বস হ্যান্সি ফ্লিক। এই দুই দলের সর্বশেষ মোকাবিলায় জয় পেয়েছিল পিএসজি। গত বছর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৪-১ গোলে বার্সাকে হারিয়েছিল ফরাসি জায়ান্টরা। আজ সে প্রতিশোধ নেবেন বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন বার্সা মিডফিল্ডার পেদ্রি।

Leave a Reply

Scroll to Top