
দেশ ছেড়ে পালিয়েও আওয়ামী লীগের চরিত্র পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ সোমবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মির্জাপুর এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ বাড়িতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, ‘যদি আওয়ামী লীগের দেশ ছেড়ে পালানোর পরেও তাদের চরিত্র পরিবর্তন হতো, তাহলে নিউইয়র্কে এমন ঘটনা ঘটাত না।’
এ সময় দুর্গাপূজা উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমার রহমান। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি ছিল। আজ সে সরকার পালানোর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের সকল ধর্মের মানুষ আমরা একটি পরিবার। তাই সকলের সুখ-দুঃখ দেখা আমাদের দায়িত্ব।’
দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।