

ক্যারিয়ার চলছিল ঠিকঠাক। দর্শক-শ্রোতাও তাদের দেখার জন্য, শোনার জন্য বসে থাকে আগ্রহ নিয়ে। এরই মধ্যে শিল্পী ঘোষণা দেন ‘অবসর’-এর। স্বাভাবিক কারণেই বিষয়টা নিয়ে শুরু হয় আলোচনা। হতাশ হন ভক্তকুল। আমাদের আজকের আয়োজন জনপ্রিয় থাকা অবস্থায়ই ‘অবসর’ নেওয়া তারকাদের নিয়ে। লিখেছেন –ফয়সাল আহমেদ
তাহসান খান
সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খানের ‘অবসর’ নেওয়ার ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনে বইছে আলোচনার ঝড়। জনপ্রিয় এই তারকা মেলবোর্নে তার শেষ কনসার্টে ঘোষণা দিয়েছেন। অভিনয় ছাড়ার ঘোষণার পর তিনি সংগীত ক্যারিয়ারও ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন। তার বক্তব্যে মিশে ছিল আবেগ, কৃতজ্ঞতা ও বিদায়ের সুর। তিনি আরও জানান, ইতোমধ্যেই তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করে দিয়েছেন। এই ঘোষণার পর অনেকেই খুঁজে দেখেছেন, সত্যিই তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই। প্রিয় শিল্পীর এই বিদায়ের সুরে মুহূর্তেই আবেগে ভেসে যান উপস্থিত দর্শক-শ্রোতা। দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় ধরে গান, নাটক ও উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া তাহসানের এমন বিদায় ঘোষণা অনেকেই মেনে নিতে পারছেন না। এর আগে অভিনয় থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাহসান। গত বছর তিনি বলেন, ‘আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনও কখনও নিজেকেই নিজের বিরতি নিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে, ভালো কাজ না হলে তখন থেমে যাওয়া জরুরি।’
শাবানা
অভিনয়ের চূড়ান্ত ব্যস্ত সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দর্শকনন্দিত অভিনেত্রী শাবানা। ১৯৬৭ সালে পরিচালক এহতেশামের উর্দু ছবি ‘চকোরী’ দিয়ে পর্দায় আগমন। চার দশকে শাবানা অভিনীত ছবির সংখ্যা ৫০০-এর মতো। নায়িকা চরিত্রের বাইরেও ভাবি ও মায়ের চরিত্রে অভিনয় করে নিজের শ্রেষ্ঠত্বের জানান দিতে পারতেন তিনি। কিন্তু তিনি সেটা করলেন না। স্বেচ্ছায় অবসর নিয়েছেন ২৫ বছর আগে। তাকে এখন খুঁজে পান না চলচ্চিত্রসংশ্লিষ্ট হাতেগোনা দু-একজন ছাড়া। এখন তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন। শোনা গিয়েছিল বেগম রোকেয়ার জীবনী নিয়ে তৈরি একটি চলচ্চিত্রে অভিনয়ের কথা। কিন্তু শাবানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখন আর অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা নেই।
শাবনাজ
শাবানার মতো হুট করেই অভিনয় ছেড়ে দিয়েছেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়িকা শাবনাজ। ১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। এরপর অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। প্রায় এক যুগের বেশি সময় ধরে পর্দায় নেই এ অভিনেত্রী। সর্বশেষ তাকে দেখা গেছে আজিজুর রহমান পরিচালিত ‘ডাক্তার বাড়ি’ সিনেমায়। এটি ২০০৮ সালে মুক্তি পায়। তবে কি আর অভিনয়ে ফিরবেন না? এমন প্রশ্নের জবাবে শাবনাজ বলেন, ‘সত্যি বলতে কী, সিনেমায় অভিনয়ের প্রস্তাব যে একেবারেই আসে না, তা কিন্তু নয়। কিন্তু আমি যে ধরনের সিনেমায় অভিনয় করতে চাই সে রকম গল্প কিন্তু পাই না। ঘোষণা দিয়ে আমি কিন্তু অভিনয় ছেড়ে দেইনি। আমি যেভাবে এখন আমার জীবনে অভ্যস্ত, যেভাবে চলাফেরা করে অভ্যস্ত, সেই ভাবনা মাথায় রেখে যদি কেউ গল্প লিখেন এবং গল্প যদি আমার পছন্দ হয় তাহলে হয়তো অভিনয়ে ফেরার বিষয়টি ভেবে দেখা যেতে পারে। তবে দীর্ঘদিন অভিনয়ে নেই বলে ফেরার আগ্রহটাও কিন্তু প্রবল নয়।’
শাবনূর
একই পথের পথিক আরেক জনপ্রিয় নায়িকা শাবনূর। ১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ সিনেমার মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়। তিনিও দীর্ঘদিন ধরেই পর্দায় অনুপস্থিত। অনেক আগেই স্থায়ী আবাস গড়েছেন অস্ট্রেলিয়ায়। দীর্ঘদিন ধরেই সেখানে বসবাস করছেন। তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাগল মানুষ’ নামে একটি সিনেমায়। এরপর থেকেই তিনি রুপালি পর্দাকে এক প্রকার বিদায় জানিয়েছেন। তবে অভিনয় ছেড়ে দিয়েছেন এমন ঘোষণা দেননি।
সব্যসাচী চক্রবর্তী
অভিনয় ছেড়ে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানান টালিগঞ্জের বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। অভিনয় করার মতো চরিত্র না থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন জনপ্রিয় এ অভিনেতা। এখন কি সত্যিই অবসর নিতে চাইছেন? এমন প্রশ্নের জবাবে সব্যসাচী চক্রবর্তী বলেন, হ্যাঁ, এখন আমি অবসর গ্রহণ করতে চাইছি। কারণ আমার এখন আর করার মতো কোনো চরিত্র নেই। সেদিন সব্যসাচী চক্রবর্তী জানান, দুই বছরে ছবি এবং সিরিজ মিলিয়ে অন্তত ২২টি হিন্দি কাজ ফিরিয়েছেন তিনি। এ বিষয়ে অভিনেতা বলেন, ‘ফোন এলে সোজা বলে দিই, আমি এখন কাজ করছি না। ইচ্ছা হলে আমি ফোন করে নেব। বাংলার তুলনায় বলিউডের বেশি কাজ ফিরিয়েছি। কাজ করব না মানে বাংলা, হিন্দি কোথাও করব না।
থ্যালাপ্যাতি বিজয়
দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থ্যালাপ্যাতি বিজয় অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন! তার ৬৯তম চলচ্চিত্র ‘জন নায়ক’ই হবে তার শেষ চলচ্চিত্র। এবার তিনি পুরোদমে রাজনীতিতে যোগ দিয়েছেন। ‘জন নায়ক’ সিনেমায় বিজয়কে রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে। সিনেমার ফার্স্ট লুক ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে তিনি সাদা পোশাক পরে জনগণের মধ্যে দাঁড়িয়ে আছেন। সিনেমাটি পরিচালনা করছেন এইচ বিনোদ। পুজা হেগড়ে, মমিতা বাইজু ও ববি দেওলও এই সিনেমায় অভিনয় করবেন।
বিক্রান্ত ম্যাসি
বয়স মাত্র ৩৭। অভিনয়জগতে দুই দশকও পার করেননি। কিন্তু এরই মধ্যে অভিনয়জগৎকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এত কম বয়সে তার এই অবসর গ্রহণের খবরে রীতিমতো হতবাক সিনেমাপ্রেমীরা। বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে অভিনয়জগৎ থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন। ইনস্টাগ্রামে এক পোস্টে এই অভিনেতা লিখেছেন, ‘গত কয়েক বছর ও তার আগের দারুণ সময় ছিল। আমাকে যারা সব সময় সমর্থন করে এসেছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। কিন্তু জীবনে আরও এগিয়ে যাওয়ার সময় আমি একজন স্বামী, বাবা, সন্তান ও অভিনেতা হিসেবে উপলব্ধি করেছি যে, এবার এক নতুন করে শুরু করার পালা এসেছে, আর এসেছে বাড়ি ফেরার সময়।’