ভারতের সবচেয়ে ধনীর খেতাব পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী, শাহরুখের সম্পত্তির পরিমাণ ১২ হাজার ৪৯০ হাজার কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৩ হাজার ৭২০ কোটি টাকা।
প্রত্যেক বছরই ভারতীয় ধনকুবেরদের সম্পত্তির নিরিখে একটি ক্রমতালিকা প্রকাশ করে হুরুন ইন্ডিয়া। এবছর ভারতীয় ধনকুবেরদের মধ্যে সবার ওপরে রয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি। ৯ দশমিক ৫৫ লাখ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি ও তার পরিবার। দ্বিতীয় স্থানে গৌতম আদানি ও তার পরিবার। তাদের মোট সম্পত্তির পরিমাণ ৮ দশমিক ১৫ লাখ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন রোশনি নাদার মালহোত্রা। ২ দশমিক ৮৪ লাখ কোটি টাকার সম্পত্তির মালিক নাদারই দেশের ধনীতম নারী।
এই তালিকাতেই এবার হইচই ফেলে দিলেন শাহরুখ। গত বছর এই লিস্টে প্রথমবার স্থান পেয়েছিলেন তিনি। ৭ হাজার ৩০০ কোটি রুপির সম্পত্তি ছিল শাহরুখ ও তার পরিবারের। চলতি বছরের ক্রমতালিকা অনুযায়ী, শাহরুখের দখলে রয়েছে ১২ হাজার ৪৯০ কোটি রুপির সম্পত্তি। পুরো ভারতের অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পরিমাণ সম্পত্তি রয়েছে শাহরুখ ও তার পরিবারের হাতেই।
অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও শাহরুখ চূড়ান্ত সফল। তার প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেনমেন্ট, ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স বাণিজ্যিকভাবে যথেষ্ট সফল।
বলি তারকাদের মধ্যে ধনীতমের তালিকায় রয়েছেন কেকেআরের মালিক জুহি চাওলা ও তার পরিবার। ৭ হাজার ৭৯০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাদের। এরপর যথাক্রমে রয়েছেন হৃতিক রোশন, করণ জোহার ও অমিতাভ বচ্চন। প্রথমবার এই তালিকায় জায়গা করে নিয়েছেন অমিতাভ বচ্চন, ১ হাজার ৬৩০ কোটি রুপির সম্পত্তির মালিক তিনি।