১৪ ভাষার পাঠ্যপুস্তকে ধরা হলো গায়ক জুবিনের জীবনকাহিনী।

জুবিন গার্গ

সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিংয়ে নেমে গত ১৯ সেপ্টেম্বর প্রাণ হারিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। তার মৃত্যুর পর থমকে গেছে আসাম রাজ্যের ব্যস্ততা। গায়কের মৃত্যুর দশদিন পেরিয়ে গেলেও শোকে মাতন তার ভক্ত-অনুরাগীরা। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই শ্রদ্ধা জানাতে আসছেন আসামের গুয়াহাটিতে, জুবিনের সমাধীস্থালে।

ভারতের গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ১৪টি প্রধান ভারতীয় ভাষায় জুবিনের জীবনী পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। ফলে আসামসহ গোটা ভারতের শিক্ষার্থীরা জুবিনের জীবনযাত্রা, শিল্পীসত্তা এবং মানবতার দর্শনের সঙ্গে পরিচিত হতে পারবে।

গত ২৬ সেপ্টেম্বর গুয়াহাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে জুবিনকে শ্রদ্ধা জানিয়ে তাদের সেন্টার ফর পারফরর্মিং আর্টস অ্যান্ড কালচারের নাম পরিবর্তন করে জুবিন গার্গের নামে রাখার হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে জুবিনের একটি মূর্তি স্থাপন করা হবে। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নতুন শিল্পীদের উৎসাহিত করবে।

বলা দরকার, নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানে স্কুবা ড্রাইভিংয়ে করার সময় আহত হন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২৩ সেপ্টেম্বর, গুয়াহাটির কামারকুচি এনসি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

এদিকে, গায়কের মৃত্যুর পর অভিযোগ ওঠে তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। একাধিক অভিযোগের প্রেক্ষিতে জুবিনের সহকারী এবং ব্যান্ড দলের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Scroll to Top