[caption id="attachment_8612" align="aligncenter" width="600"]
ঝিনাইদহ সীমান্তে আটক করা কয়েকজন। ছবি: সত্যের পথে[/caption]
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ১৪ জনকে আটক করেছে বিজিবি। আজ রোববার সকালে তাদের আটক করা হয়। এদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা ও মাদারীপুর জেলায়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আজ বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে কিছু নারী, পুরুষ, শিশু অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে- এমন তথ্য আসে বিজিবির কাছে। সেই তথ্যের ভিত্তিতে সীমান্তের খোশালপুর এলাকা থেকে ৪ জন নারী, ২ জন শিশু ও একজন পুরুষকে আটক করা হয়। অপরদিকে একই সময় সীমান্তের হুদাপাড়া গ্রামের মাঠ থেকে ৩ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয়।