

বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় ২টা বেজে যায়। গতকাল সারাদিন তাই হোটেলেই বিশ্রাম নিয়েছেন হামজা-জামালরা। বিকালের দিকে স্থানীয় তাই পো স্পোর্টস গ্রাউন্ডে গিয়েছিল বাংলাদেশ দল। সেখানে হংকংয়ের বিপক্ষে ঢাকায় ম্যাচ খেলা ফুটবলারদের বাদে বাকিদের নিয়ে অনুশীলন করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
মঙ্গলবারের ম্যাচ ঘিরে নাকি এরই মধ্যে হংকংয়ে বেশ উন্মাদনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান জানান, সেখানে অনলাইনে এক থেকে দেড় ঘণ্টায় ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে হংকংয়ের কাছ থেকে গতকাল পর্যন্ত সেভাবে আতিথেয়তা মেলেনি। বিশেষ করে ম্যাচের আগে অতিথি দলকে যে ধরনের অনুশীলন সুযোগ-সুবিধা দেওয়ার কথা, সেটা পায়নি বাংলাদেশ দল। তবে ব্যাপারটিকে প্রতিপক্ষকে অস্বস্তিতে রাখার কৌশল হিসেবেই দেখছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের এই ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।