ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ। তিনি অভিযোগ করেছেন, তার স্ত্রী নাসিমুন প্রতি রাতে সাপের রূপ ধারণ করেন এবং তাকে দংশনের চেষ্টা করেন।
ভুক্তভোগী ওই যুবকরে এমন অভিযোগে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষদেরও রীতিমতো হতবাক করে দিয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর প্রদেশের সীতাপুর জেলায় স্থানীয় প্রশাসন ‘সমাধান দিবস’ বলে নিয়মিত একটি বিশেষ সভার আয়োজন করে। যেখানে নাগরিকরা তাদের রেশন কার্ড, বিদ্যুৎ, রাস্তাসহ বিভিন্ন সমস্যা সরাসরি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তুলে ধরেন। সম্প্রতি এই সমাধান দিবসের সভায় নিজের ব্যক্তিগত একটি সমস্যা নিয়ে হাজির হন জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ।
জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নিজের সমস্যা তুলে ধরে তিনি বলেন, ‘স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতের বেলা সাপের রূপ ধারণ করে এবং আমাকে দংশনের জন্য তাড়া করে।’
তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী আমাকে মানসিকভাবে নির্যাতন করে। এভাবে কোনো এক রাতে ঘুমের মধ্যে সে আমাকে মেরে ফেলতে পারে।’
এভাবে তার স্ত্রী তাকে একাধিকবার হত্যার চেষ্টা করেছে। ফলে মেরাজ আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও জমা দিয়েছেন। সেখানে নিজের ভোগান্তির কথা বিস্তারিত তুলে ধরে তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন।
এদিকে মেরাজের এই অদ্ভুত অভিযোগ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়ে। ব্যবহারকারীরা নানা মন্তব্য করতে থাকেন।
একজন লিখেছেন, ‘সে কাকে কাকে কামড়াচ্ছে কে জানে!’ আবার কেউ মজা করে লিখেছেন, ‘তোমারও উচিত কোবরা হয়ে যাওয়া।’
তবে লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর জেলা প্রশাসক ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেন। উপবিভাগীয় কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন জেলা প্রশাসক।
পরবর্তীতে বিষয়টিকে মানসিক হয়রানির অভিযোগ হিসেবে আমলে নিয়ে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে।