

কাজের বাইরেও ব্যক্তিজীবন নিয়ে প্রায় সব সময়ই আলোচনায় থাকেন নির্মাতা সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলা দম্পতি। মাঝে গুঞ্জন রটে- ভালো যাচ্ছে না তাদের সংসার জীবন। সেই গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে কাছের মানুষজনদের নানা কথা।
মিথিলা নিজেও সম্প্রতি একটি পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। তার ভাষ্য, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। কারণ আমার ভিসা নেই।’
মিথিলার এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, সৃজিতের সঙ্গে তার সম্পর্ক কি সত্যিই তলানিতে?
এরপর অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় সৃজিত মুখার্জি এখনও তার স্বামী কি-না! এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা তৈরি করে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।’
তিনি এখন আপনার হাজবেন্ড এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী জানান, ‘হ্যাঁ পাসপোর্টে তার নামটিও রয়েছে।’
এদিকে, সৃজিত মুখার্জির সঙ্গে নাকি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় প্রেমের সম্পর্কে জড়িয়েছেন! এ নিয়ে নেটিজেনদের থেকে শুরু করে টালিপাড়ায় বেশ গুঞ্জন রয়েছে। এর মাঝেই শারদীয় দুর্গাপূজার আনন্দ আর উৎসবের শুভ সপ্তমীতে সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন সৃজিত।
শেয়ার করা ছবিতে দেখা যায় পূজা মন্ডপে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন এই জুটি। ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়িতে হাজির হয়েছেন তারা। হয়েছেন একে-অপরের দিকে তাকিয়ে ক্যামেরাবন্দী। আবার সুস্মিতার ছবিও তুলে দিচ্ছেন সৃজিত। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘শুভ সপ্তমী’।
এসব ছবি নিয়েও নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। তাদের ধারণা সৃজিত মুখার্জি আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।