
ডিজিটাল গ্যাজেট এখন স্বাস্থ্যতথ্য জানার অন্যতম মাধ্যম। অনেক ব্র্যান্ড এখন তাদের ডিজিটাল গ্যাজেটে হেলথ সুবিধার উন্নয়ন করছে।
ব্যস্ত জীবনের লাইফস্টাইলে প্রযুক্তির নতুন ব্র্যান্ড মুভার এখন দেশে পাওয়া যাচ্ছে। নির্মাতা হিসেবে ব্র্যান্ডটি প্রযুক্তি ও লাইফস্টাইলের মিশেলে প্রতিটি ডিভাইস ডিজাইন করেছে বলে জানানো হয়।
টেক ব্র্যান্ডের পণ্য লাইনআপে প্রধানত স্মার্ট ওয়াচ আর অডিও ডিভাইস পাওয়া যাচ্ছে।
আধুনিক ফিচারযুক্ত ডিভাইসের মধ্যে অন্যতম ক্ল্যাসিক স্মার্ট ওয়াচ। ১ দশমিক ৮৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ছাড়াও ব্লুটুথ কলিং আর
হেলথ ট্র্যাকিং সিস্টেম সুবিধা রয়েছে।
পূর্ণ চার্জে টানা সচল থাকে ৩০ দিন। বিক্রয়োত্তর পরিষেবা পাওয়া যাবে ১৮০ দিন।
স্মার্ট ওয়াচ জেনফিট-সেভেন মডেলে রয়েছে ২ দশমিক ১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, অ্যালুমিনিয়াম ফ্রেম, এআই অ্যাসিস্ট্যান্ট ও কমপ্লিট হেলথ স্যুট ট্র্যাকিং ফিচার। যার মধ্যে হার্ট রেট, স্লিপ মনিটরিং ও অক্সিজেন লেভেল জানা যাবে। অডিও ডিভাইসের লাইনে রয়েছে সোনিক ইয়ারবাডস। ডুয়াল মাইক, অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) ছাড়াও এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ইএনসি), লো ল্যাটেন্সি গেমিং মোড সুবিধা পাওয়া যাবে। পূর্ণ চার্জে সাত ঘণ্টা পর্যন্ত প্লে-টাইম সুবিধা দেবে।